Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানী থেকে ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১১:১১

রাজধানী থেকে ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস

প্রতীকী ছবি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের প্রভাব পড়ছে গোটা গণপরিবহন ব্যবস্থার ওপর। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার জনমনে আতঙ্কের ছাপ এখনো রয়ে গেছে। এ পরিস্থিতিতে রাজধানীসহ দেশের নানা জেলা-উপজেলার সড়কে গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। 

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর আন্তজেলা বাস টার্মিনাল গিয়ে দেখা গেছে, ঢাকা থেকে স্বল্প বা দীর্ঘ দূরত্বের পথে যাত্রী সংখ্যা বাড়ছে।

বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন গত রবিবার (৪ আগস্ট) বন্ধ হয়ে যায় সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল। তবে মঙ্গলবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে সব ধরনের সরকারি অফিস-আদালত খুলে দেয়ার কথা বলা হলেও ট্রেন চলাচল নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। 

এদিকে মঙ্গলবার থেকে সারাদেশে সড়ক ব্যবস্থা চালু হওয়ার কথা জানিয়েছিলেন গণপরিবহন মালিকেরা। বুধবার ও বৃহস্পতিবার রাজধানীর আন্তজেলা বাস টার্মিনাল থেকে স্বল্প বা দীর্ঘ দূরত্বের পথে যাত্রী সংখ্যা বাড়ছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫