Logo
×

Follow Us

বাংলাদেশ

জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে র‍্যাবের অভিযান

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ২৩:৩০

জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে র‍্যাবের অভিযান

জামালপুরে অপরিচ্ছন্ন হোটেল ও দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর বাজারে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪।

র‍্যাবের জামালপুর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে শাহবাজপুর বাজারে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামের উপস্থিতিতে ওই অভিযানে বিসমিল্লাহ হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ১০ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে পারভীন এন্টারপ্রাইজকে পাঁচ হাজার ও আকতার ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায়ের পর হোটেল ও দোকান মালিকদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ধারা ৪৩ এবং ৩৮ ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। মামলার বাদি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫