Logo
×

Follow Us

বাংলাদেশ

উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা হয়েছে ২২ গাড়ি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১৭:১৫

উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা হয়েছে ২২ গাড়ি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য ২২টি নতুন গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ নিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য ২২টি নতুন গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। পরিবহন পুল থেকে এসব গাড়ি এখন মন্ত্রিপরিষদ বিভাগে। গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন মূলত সেসব গাড়িই পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও এই মুহূর্তে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ১২টি গাড়ি আনা হয়েছে। পরবর্তীতে এসব গাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ দেয়া হয়েছে বিএমডব্লিউ’র অত্যাধুনিক সিরিজের গাড়ি। এ ছাড়া অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেয়া গাড়িগুলো টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি।

এদিকে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল বুধবার (৭ আগস্ট) সেনা সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ১৫ জন সদস্য থাকতে পারে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫