Logo
×

Follow Us

বাংলাদেশ

আবু সাঈদকে স্মরণ করে কাঁদলেন ড. ইউনূস

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১৮:০৭

আবু সাঈদকে স্মরণ করে কাঁদলেন ড. ইউনূস

ফ্রান্স থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকে আবু সাঈদের (রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) কথা মনে পড়ছে আমাদের যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এইটা কেউ ভুলতে পারবে না।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, কি অবিশ্বাস্য সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে আর কোনো যুবক হার মানেনি। সামনে এগিয়ে গেছে।যত গুলি মারতে পারো মারো আমরা আছি। যার কারণে বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে গেছে যার কারণে বাংলাদেশ দ্বিতীয় বারের মত স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করাই নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা নাহলে এই স্বাধীনতার কোনো দাম নাই।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্স থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস। বেলা ২টা ১০ মিনিটের দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপরই তিনি বিমানবন্দরে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা (সমন্বয়কেরা) দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম করেছে।

এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

জানা গেছে, রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫