Logo
×

Follow Us

বাংলাদেশ

সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১০:৩০

সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। ফাইল ছবি

তৃতীয় ধাপে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে দূরপাল্লার গন্তব্যে ছুটে যাচ্ছে আন্তঃনগর ট্রেন। এর আগে গত ১২ আগস্ট বিকেল ৫টা থেকেই কাউন্টার ও অনলাইনে মিলছে আন্তঃনগর ট্রেনের টিকিট।

এর আগে প্রথম ধাপে গত সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। আর পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে ছেড়ে যায় লোকাল ও কমিউটার ট্রেন। দীর্ঘ বিরতির পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর পরিস্থিতির অবনতি হলে ১৮ জুলাই থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে গত ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সে সময় কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বের যেসব ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে সেগুলো চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। এরপর প্রথম দিনে ঢাকা থেকে ছেড়ে যায় ৫টি লোকাল ও কমিউটার ট্রেন। তবে বন্ধ ছিলো আন্তঃনগর ট্রেন চলাচল। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির কর্মসূচি ঘিরে আবারও সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সর্বশেষ গত রবিবার (১১ আগস্ট) ১২ আগস্ট থেকে মালবাহী ও ১৩ আগস্ট থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরুর কথা জানিয়েছিলেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন। একই দিন আজ বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চালুর কথাও জানান তিনি। সেই সঙ্গে রেলওয়ের এই কর্মকর্তা জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে জামালপুর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫