Logo
×

Follow Us

বাংলাদেশ

স্বেচ্ছাশ্রমে ধান কাটছেন চাকুরি প্রত্যাশীরা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১৫:৫০

স্বেচ্ছাশ্রমে ধান কাটছেন চাকুরি প্রত্যাশীরা

করোনা পরিস্থিতিতে বাগেরহাটে এবার হতদরিদ্র ও বর্গা চাষিদের ধান কেটে ঘরে তুলে দিলেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল প্রত্যশী প্রার্থীরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মোরেলগঞ্জ উপজেলার নরুল্লাপুর গ্রামের কৃষক রুহুল আমিনের দুই বিঘা জমির ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন চাকুরি প্রত্যাশীরা।

চাকুরি প্রত্যাশীদের সাথে একত্বতা ঘোষণা করে মাঠে নেমে ধান কাটেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-ই-আলম বাচ্চু।

এ সময় প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী-২০১৮, বাগেরহাট জেলা কমিটির সভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক রাজিব শিকদারসহ চাকুরি প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতি ও অতিবৃষ্টির মধ্যে ধান কেটে দেয়ায় খুশি হয়েছেন হতদরিদ্র কৃষকরা।

কৃষক রুহুল আমিন বলেন, বৃষ্টির মধ্যে ধান কেটে ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলাম। এর মধ্যে এলাকার শিক্ষিত ভাইরা এসে আমার ধান কেটে দিলেন। আমি খুব খুশি হয়েছি। সকল শিক্ষিত ও ধনী মানুষরা যদি কৃষকদের পাশে দাড়ায় তাহলে কৃষকদের কষ্ট দূর হবে বলে আশা করেন তিনি।

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী-২০১৮, বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজিব শিকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কৃষকদের ধান কেটে দিচ্ছি। পর্যায়ক্রমে আমরা সকল উপজেলায় কৃষকদের ধান কেটে দিব।

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী-২০১৮, বাগেরহাট জেলা কমিটির সভাপতি মিরাজ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি পূর্বের নিয়োগের মত ২০১৮ সালের নিয়োগেও প্যানেলের মাধ্যমে নিয়োগ দিয়ে আমাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিন।

তিনি আরো বলেন, ২০১৮ সালে ২৪ লক্ষ চাকুরি প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে আমরা ৫৫ হাজার ২‘শ ৯৫ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৩ শতাংশ। ফলে আমাদের যোগ্যতা নিয়ে কোন সংশয় নেই।

তাই মুজিববর্ষ উপলক্ষে শূন্য পদের বিপরীতে সার্কেল প্যানেলের মাধ্যমে সরাসরি নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫