প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি
 
													নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১৭:২৮
 
					জনপ্রশাসন মন্ত্রালয়। ছবি: সাম্প্রতিক দেশকাল
সরিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালাহ উদ্দিন। এর আগে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

