Logo
×

Follow Us

বাংলাদেশ

সুবর্ণচরে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ২২:৪৩

সুবর্ণচরে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

নোয়াখালীর সুবর্ণচরে ব্যবসায় প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১৪ প্রতিষ্ঠানকে ৮২৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার বাংলাবাজার, আক্তার মিয়ার হাট, হারিছ চৌধুরী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন ও সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় আক্তার মিয়ার হাটের জামাল স্টোরকে নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত ১৪টি দোকানকে মোট ৮২৮০০ টাকা জরিমানা করে।

উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) আরিফুর রহমান এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি চলমান অভিযান। করোনা ভাইরাস প্রতিরোধে তিনি সার্বক্ষণিক মনিটরিং এ আছেন।

সাধারণ জনগণকে পণ্যের মেয়াদ দেখে মালামাল ক্রয় করার জন্য অনুরোধ জানান এবং সবাইকে সচেতন থেকে সরকারি নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫