Logo
×

Follow Us

বাংলাদেশ

জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের অন্তর্বর্তী কমিটি গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১৪:৩৪

জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের অন্তর্বর্তী কমিটি গঠন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন। ফাইল ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের অন্তর্বর্তী নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (২১ আগস্ট) বিকেলে আগের কমিটির সবাই একযোগে পদত্যাগ করার কারণে ‘ইয়াং জাজেস ফর জুডিসিয়াল রিফর্ম-এর সমন্বয়ক ও উপদেষ্টাগণ সার্ভিসের সিনিয়রদের সঙ্গে আলোচনা করে এ নতুন এ কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৪, চট্টগ্রামের বিচারক মো. জাকির হোসেন গালিবকে। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ ফারুক। সহ সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মো. নুরে আলম (জিকু) এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে শরাবন তহুরা। কমিটির সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ লায়লা শারমিন।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বাংলাদেশ সুপ্রীম কোর্টের রিসার্চ এন্ড রেফারেন্স অফিসার (যুগ্ম জেলা জজ) আবুল কালাম আজাদ, নোয়াখালী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন, কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দীন, টাঙ্গাইলের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আসাদুজ্জামান, রংপুরের জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. মিনহাজুর রহমান, জামালপুরের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শিহাব উদ্দীন, বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, নোয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন, বাগেরহাটের সহকারী জজ মো. তুহিনুল ইসলাম, গাইবান্ধার সহকারী জজ আবু তাহের এবং নরসিংদীর সহকারী জজ মো. মেহেদী হাছান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫