
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চোলাই মদসহ একজনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-মালপুকুর নামক জায়গায় বড় ব্রিজের উপরে অভিযান চালিয়ে ১১৮ বোতল চোলাইমদসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁদলাই জোড় বাগান এলাকার মৃত সাহেদ আলীর ছেলে শাহীন আলী (৪৫)।
শুক্রবার বিকেলে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা থেকে চাঁপাইনববাগঞ্জ গামী পাকা রাস্তায় মালপুকুর নামক জায়গায় বড় ব্রিজের উপরে চেকপোস্ট পরিচালনা করে ১১৮ বোতল চোলাইমদ, একটি অটোসহ শাহীন আলীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত আমনুরা ঘাটি থেকে চোলাইমদ নিয়ে এসে খুচরা বিক্রয় করার কথা স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার হয়েছে।