Logo
×

Follow Us

বাংলাদেশ

নড়াইলে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২০, ১৮:০৯

নড়াইলে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত

নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে পাঁচ পুলিশ সদস্যকে মারধর করে অপহরণ মামলার পলাতক আসামি জাহিদ শেখকে (৪১) ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পুলিশের উপর এ হামলা হয়।

এ ঘটনায় লোহাগড়া থানার এএসআই কবির হোসাইন ও এএসআই তুহিনসহ কনস্টেবল জয় দাস, সাইফুল ও রকি আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, লোহাগড়ার তালবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম ডাকু শেখের ছেলে জাহিদ দিঘলিয়া এলাকার একটি অপহরণ মামলার পলাতক আসামি। বৃহস্পতিবার বিকেলে তালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

এরপর জাহিদকে পুলিশের গাড়িতে উঠানোর সময় তার (জাহিদ) পরিবার-পরিজনসহ এলাকার প্রায় ২০০ নারী-পুরুষ ইট, লাঠিসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে আসামি জাহিদকে ছিনিয়ে নেয়। এ খবর পেয়ে লোহাগড়া থানা থেকে আরো পুলিশ গিয়ে সহকর্মীদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, প্রায় ২০০ নারী-পুরুষ মিলে পুলিশের ওপর হামলার করে আসামি ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা হয়েছে। ছিনিয়ে নেয়া আসামি জাহিদসহ পুলিশের ওপর হামলাকারী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫