Logo
×

Follow Us

বাংলাদেশ

হোস্টেলের পানি-বিদ্যুৎ বন্ধ, পুলিশের হস্তক্ষেপে রক্ষা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ১৮:৩৬

হোস্টেলের পানি-বিদ্যুৎ বন্ধ, পুলিশের হস্তক্ষেপে রক্ষা

সরকার ঘোষিত ছুটির কারণে সারাদেশে কার্যত লকডাউন চলছে। এরই মধ্যে রাজধানীর রাস্তাগুলো ফাঁকা হয়ে গেছে। লকডাউনের কারণে অনেকেই আটকা পড়েছেন। এরই মধ্যে ধানমন্ডির শংকরের নিবেদিকা হোস্টেলের মালিক বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এতে মারাত্মক অসুবিধায় পরেন এক শিক্ষার্থী। পরে পুলিশের হস্তক্ষেপে সেই হোস্টেলের কেটে ফেলা বিদ্যুৎ ও পানির সংযোগ আবার নতুন করে দেয়া হয়েছে। ভাড়ার জন্য আপাতত তাকে যেন হোস্টেল থেকে বের করে না দেয়া হয় সে ব্যবস্থাও করা হয়েছে।

ধানমন্ডির শঙ্কর বাসস্ট্যান্ড সংলগ্ন নিবেদিকা ছাত্রী হোস্টেলে থাকা ওই ছাত্রী জানান, হোস্টেল কর্তৃপক্ষের কাছে বাড়িভাড়া বকেয়া থাকায় হোস্টেলের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দেন বাড়িওয়ালা। প্রতিবাদ করায় ওই ছাত্রীকে হোস্টেল ছেড়ে ট্রাকে করে বাড়িতে যেতে বলেন বাড়িওয়ালা।

ওই ছাত্রী বলেন, ‘দুই মাস আগে গত ফেব্রুয়ারিতে নিবেদিকা হোস্টেলে উঠেছি। হঠাৎ লকডাউনের কারণে বাড়ি যাওয়া হয়নি, থাকতে হচ্ছে হোস্টেলেই। নিজেই রান্না করে খাচ্ছি। হোস্টেল কর্তৃপক্ষের কেউই নেই। পাঁচতলা ভবনের প্রথম দুটি ফ্লোরে হোস্টেল। তৃতীয় তলায় বাড়ির মালিক থাকেন। ভবন মালিকের অভিযোগ হোস্টেলের ভাড়া বকেয়া রেখেছে কর্তৃপক্ষ। কিন্তু পুরো হোস্টেলের ভাড়া আমার কাছে চাইছেন ভবন মালিক। না দেয়ায় হোস্টেলের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দেন। বিষয়টি ধানমন্ডি থানায় জানানো হলে বিকেলে থানার একদল পুলিশ এসে তালা ভেঙে বিদ্যুতের লাইন দিয়ে গেছে।

এ বিষয়ে নিবেদিকা হোস্টেলের ম্যানেজার নাজনীন ও ভবন মালিককে একাধিকবার মোবাইলফোনে কল দেয়া হলেও কেউ রিসিভ করেননি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। সন্ধ্যার মধ্যে আশা করি, পানির সংযোগও মিলবে। সেই ব্যবস্থা করা হয়েছে। তবে বাড়িওয়ালাকে পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫