Logo
×

Follow Us

বাংলাদেশ

মেট্রোরেলের এমএএন ছিদ্দিকের চুক্তি বাতিল, নতুন এমডি নিয়োগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৭

মেট্রোরেলের এমএএন ছিদ্দিকের চুক্তি বাতিল, নতুন এমডি নিয়োগ

এমএএন ছিদ্দিক(বামে) , নতুন এমডি আব্দুর রউফ(ডানে)। ছবি: সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। এই পদে ডিএমটিসিএলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রউফকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপন এবং অফিস আদেশে স্বাক্ষর করেছেন সহকারী সচিব শরন কুমার বড়ুয়া।

২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন এম এ এন ছিদ্দিক। ২০১৭ সালের ১১ অক্টোবর অবসরে যান তিনি। পরে তাকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ২০১৭ সালের ২৬ অক্টোবর যোগ দেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫