Logo
×

Follow Us

বাংলাদেশ

ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য, ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯

ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য, ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমান। 

গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদরদপ্তর ও ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পারস্পরিক যোগসাজসে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা-ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে আসছিল তারা। এছাড়া জনসাধারণের প্রতি সেবাদানকে বাধাগ্রস্ত করতে উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে হওয়া মামলার আসামি, নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে,  কনস্টেবল শোয়াইবুর রহমানসহ আরও কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫