Logo
×

Follow Us

বাংলাদেশ

দিনাজপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল-গাঁজা উদ্ধার

Icon

দিনাজপুর

প্রকাশ: ০৪ মে ২০২০, ১৩:২৬

দিনাজপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল-গাঁজা উদ্ধার

দিনাজপুরের বিরামপুরের দাউদপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২৬৫ বোতল ফেনসিডিল এবং ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ৭টায় দক্ষিণ দাউদপুর সীমান্তের কবিরাজ পাড়া এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করে বিজিবি।

এ তথ্য জানান বিজিবি দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সোমবার ভোররাতে দাউদপুর সীমান্তের কবিরাজপাড়া এলাকায় অবস্থান নেয়। সে সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায়। পরে সকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বাঁশঝাড়ের মধ্যে থেকে মাটির নিচে পুঁতে রাখা ওই ফেনসিডিল ও কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মাদকের বিজিবি নির্ধারিত সিজার মুল্য ৯ লাখ ৫৮ হাজার ৫শ টাকা। সেগুলো ধ্বংস করার জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫