যান্ত্রিক ত্রুটির জন্য একমাস উৎপাদন বন্ধ থাকার পর যমুনা সার কারখানা (জেএফসিএল) ফের চালু হয়েছে।
দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা রবিবার (৩ মে) রাত থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করা হয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাভেদ আনোয়ার জানান, গত ৪ এপ্রিল সকালে কারখানার এমোনিয়া প্লান্টে ত্রুটি দেখা দেয়। পরে উৎপাদন বন্ধ রাখা হয়। নিজস্ব প্রকৌশলদের তত্ত্বাবধানে যান্ত্রিক ত্রুটি মেরামত করে রবিবার রাত সাড়ে ১০টার দিকে উৎপাদন শুরু করা হয়েছে।
জেএফসিএল সূত্র জানায়, কেপিআই-১ মানসম্পন্ন বিসিআইসির এ প্রতিষ্ঠানটি দৈনিক ১৭০০ মে. টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম। শুরু থেকেই এটি বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সারের চাহিদা পূরণ করে আসছে।
জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান জানান, কারখানা চালু হওয়ায় এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
