
করোনা উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া অধ্যাপক মুনতাসীর মামুনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
রবিবার (৩ মে) দিবাগত রাত রাত একটার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়েছে। শনিবার (২ মে) তাকে হাসপাতালে নেয়া হলেও, আজ সোমবার (৪ মে) তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি মণি লাল আইচ লিটু এই তথ্য জানান। তবে মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও উল্লেখ করেন তিনি।
সপ্তাহ দুই আগে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত না হলেও আজ নতুন করে মুনতাসীর মামুনের নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসকেরা বলছেন, অনেক সময় পরীক্ষার ফল পুরোপুরি সঠিক আসে না। তারা ধারণা করছেন মুনতাসীর মামুনের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকতে পারে।
মুনতাসীর মামুনের মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। শুরুতে তার মা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মুনতাসীর মামুনই তার দেখাশোনা করছিলেন।
মুনতাসীর মামুনের জামাতা ব্যারিস্টার এ কে রাশেদুল হক বলেন, গত মাসের তৃতীয় সপ্তাহে তিনি (মুনতাসীর মামুন) নিজেই পরীক্ষা করান। তখন নেগেটিভ আসে। তারপরও তিনি আইসোলেশনে ছিলেন। গত শনিবার তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়।