Logo
×

Follow Us

বাংলাদেশ

অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৮

অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল সীমান্তে বিজিবির একটি নিয়মিত টহল দল কুসুম লাক্সম্যান গাওয়ান্ড ও তার মেয়ে বলে পরিচয় দেওয়া গৌরী লাক্সম্যান গাওয়ান্ডকে আটক করে। ছবি: বেনাপোল প্রতিনিধি

বেনাপোলের ৪ নম্বর ঘিবা সীমান্তের শাখারীপোতা এলাকা থেকে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অবৈধ অনুপ্রবেশের দায়ে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুসুম লাক্সম্যান গাওয়ান্ড (২৫) ও তার মেয়ে বলে পরিচয় দেওয়া গৌরী লাক্সম্যান গাওয়ান্ড (৫)। তারা ভারতের মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা।

বিজিবি জানায়, ঘিবা বিওপির বিজিবির একটি নিয়মিত টহল দল শাখারীপোতা বাজার এলাকায় সড়কের উপর অবস্থান করছিল। এমন সময় ওই সড়ক দিয়ে একটি ইজিবাইক দুইজন যাত্রী নিয়ে ঘিবা সীমান্তের দিকে যাওয়ার যাচ্ছিলেন। এসময় বিজিবির সন্দেহ হলে ইজিবাইকটি থামিয়ে দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তারা গত ১৭ জুলাই ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করেন। একইভাবে আজ তারা ভারতে ফিরে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫