Logo
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১৬:১৫

চট্টগ্রামে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর অলংকার বিটেক মোড়ে ট্রাকচাপায় ঝুমুর আক্তার (১৮) নামের এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পারা হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

পুলিশ জানায়, বিটাক এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন ঝুমুর। আজ সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কাজে যাচ্ছিলেন তিনি। এ সময় উল্টো দিক (সাগরিকা রোড) থেকে আসা একটি ট্রাক রিকশাকে ধাক্কা দেয়। এতে ঝুমুর আক্তার গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

ঝুমুর আক্তার ভোলা জেলার মনপুরা এলাকার মো. নাসিরের মেয়ে।

পাহাড়তলী থানার ফইল্ল্যাতলী এলাকায় ভাই ও ফুফুর সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। 



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫