
নওগাঁয় তুলসীগঙ্গা নদী থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) দুপুরে নদীর পানিতে ওই মরদেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সংবাদটি ছড়িয়ে পড়লে মুহূর্তেই নদীর দুই পাশে শত শত উৎসুক নারী-পুরুষ জমায়েত হন।
নওগাঁ সদর মডেল থানার ওসি সোরওয়ার্দী জানান, যেহেতু নদীতে কোনো স্রোত নেই এবং খুবই অল্প পানি সেহেতু অন্যত্র থেকে লাশটি ভেসে আসার কোনো যুক্তি নেই। অন্যত্র খুন করে এখানে লাশ ফেলে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরো জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।