Logo
×

Follow Us

বাংলাদেশ

নওগাঁয় নদীতে অজ্ঞাত নারীর মরদেহ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২০, ২২:১৮

নওগাঁয় নদীতে অজ্ঞাত নারীর মরদেহ

নওগাঁয় তুলসীগঙ্গা নদী থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) দুপুরে নদীর পানিতে ওই মরদেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সংবাদটি ছড়িয়ে পড়লে মুহূর্তেই নদীর দুই পাশে শত শত উৎসুক নারী-পুরুষ জমায়েত হন।

নওগাঁ সদর মডেল থানার ওসি সোরওয়ার্দী জানান, যেহেতু নদীতে কোনো স্রোত নেই এবং খুবই অল্প পানি সেহেতু অন্যত্র থেকে লাশটি ভেসে আসার কোনো যুক্তি নেই। অন্যত্র খুন করে এখানে লাশ ফেলে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরো জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫