Logo
×

Follow Us

বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ২০:০৩

রাষ্ট্রপতির সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।এ সময় তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

আজ শুক্রবার (৪ অক্টোবর) বঙ্গভবনে এ সাক্ষাৎ হয় বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারা পারস্পরিক অগ্রাধিকার নি‌য়ে আলোচনা করেছেন। এ ছাড়া বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শক্তিশালী করার বিষ‌য়ে আলোচনা করেন।

এ সময় ২০২৫ সালে আসিয়ানের চেয়ার হতে যাওয়া মালয়েশিয়াকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি।

শুক্রবার দুপুর ২টায় ইসলামাবাদ হয়ে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। বন্ধু আনোয়ার ইব্রাহিমকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫