Logo
×

Follow Us

বাংলাদেশ

জুলাই-আগস্ট বিপ্লবে ১০৫ শিশু নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১৫:৫৩

জুলাই-আগস্ট বিপ্লবে ১০৫ শিশু নিহত

উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট বিপ্লবে এ পর্যন্ত ১০৫ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।

আজ রবিবার (৬ অক্টোবর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শারমীন এস মুরশিদ। 

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১ কোটি ২০ লাখ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। এদের মধ্যে ৪৩ ভাগই ভাতা পাওয়ার যোগ্য নয় বলে ইউনিসেফ একটি পরিসংখ্যান দিয়েছে। বিশ্ব ব্যাংকও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। এ জন্য তালিকাটি যাচাই-বাছাই করা হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এ সময় সংস্কারের পর নির্বাচন হবে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫