একুশে বইমেলায় স্টল ভাড়া কমানো হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ২২:০১

ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
অমর একুশে বইমেলা ২০২৫ এ স্টল ভাড়া কমানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ শনিবার (১২ অক্টোবর) সকালে উপদেষ্টার কার্যালয়ে প্রকাশনা সংস্কার কমিটির সদস্যদের দাবির প্রেক্ষিতে তিনি এ প্রতিশ্রুতি দেন।
এ সময় ২০২৫ সালের বইমেলায় ২০২৪-এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়গাথা অবশ্যই ফুটিয়ে তুলতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। আদর্শ'র প্রকাশক মাহবুব রাহমানের নেতৃত্বে 'প্রকাশনা সংস্কার কমিটি'র প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে তিনি এসব কথা জানান।
ড. আসিফ নজরুল বলেন, এই সরকার অবশ্যই বঞ্চিত, সৎ ও সত্যিকারের সাহিত্য বিকাশের পক্ষের প্রকাশকদের কথা মনে রাখবে। বইমেলাকে লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত করতে হবে।
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের উন্নয়ন, মানসম্পন্ন বই প্রকাশ এবং পাঠক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।