হয়রানিমূলক মামলা করলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১৫:৪০

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: সংগৃহীত
কারও বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করলে বাদীর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি বলেছেন, ‘যারা হয়রানিমূলক মামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে, টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
আজ শনিবার (১৯ অক্টোবর) রাজশাহীর বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
পুলিশ পুরোদমে কাজ করতে পারছে না বলে জনগণের মধ্যে গুঞ্জন রয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা হয়েছে, সে অবস্থা থেকে অনেকটা উত্তরণ ও উন্নতি ঘটেছে। তিনি বলেন, পুলিশের মধ্যে একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে এমন কিছু নেই যে দু-চারদিনের মধ্যে এটা ঠিক করে দেব। তবে, আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের আরো কিছুদিন সময় দিতে হবে।’
কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, ‘শুধু কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে না, সারের বিষয়েও বিরাট দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা তদন্ত করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এ বিষয়ে দু-একজনকে ইতোমধ্যে কাস্টডিতে নেওয়া হয়েছে।’