Logo
×

Follow Us

বাংলাদেশ

টংগিবাড়ীতে আম পাড়তে গিয়ে ছাত্রের মৃত্যু

Icon

টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২০, ১৭:৩০

টংগিবাড়ীতে আম পাড়তে গিয়ে ছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আম পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার (৬ মে) সকালে পাইকপাড়া গ্রামের মফিজ শেখের মাদ্রাসা পড়ুয়া চতুর্থ শ্রেণির ছাত্র ইউসুফ (১২) আম পাড়তে বাড়ির ছাদে ওঠে। হঠাৎ সে ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

মারাত্মক আহত অবস্থায় তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। আহত ইউসুফের অবস্থা আশঙ্কা জনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে টংগিবাড়ী থানা ওসি শাহ আওলাদ হোসেন মামুন জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখবো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫