Logo
×

Follow Us

বাংলাদেশ

ভারতে পালাতে গিয়ে আটক এস আলম গ্রুপের কর্মকর্তা

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ২২:০২

ভারতে পালাতে গিয়ে আটক এস আলম গ্রুপের কর্মকর্তা

এস আলম গ্রুপের কর্মকর্তা সুজন কান্তি দে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর চেষ্টার সময় সুজন কান্তি দে (৪৪) নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তাকে আটক করে। সুজন এস আলম গ্রুপের সিনিয়র ডেলিভারি অফিসার।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খাইরুল আলম জানান, বিকেলে সুজন কান্তি দে ভারত গমনের জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। তার বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থপাচারের কাজে সহযোগিতা করার অভিযোগসহ আনোয়ারা থানায় মামলা রয়েছে। আনোয়ারা থানা পুলিশের রিকুইজিশনের পরিপ্রেক্ষিতে সুজনের বহির্গমন রোধ করে তাকে আটক করা হয়।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫