
ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট আল-ফাতাহ্ খানের নিজস্ব অর্থায়নে করোনাভাইরাসের প্রভাবে এলাকায় কর্মহীন, দুস্থ, অসহায়, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের মাঝে সপ্তাহব্যাপি ৫০০০ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ বৃহস্পতিবার (৭ মে) শেষ হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সপ্তাহব্যাপি এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীর মাধ্যমে শারীরিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী প্যাকেট, ইফতার ও নগদ অর্থ উপহার হিসেবে ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।
এছাড়া করোনা শুরুতেই এডভোকেট আল-ফাতাহ্ খান মাস্ক, হাত ধোঁয়ার সাবানসহ আরো প্রায় ৫০০০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, করোনায় পরিস্থিতির উন্নতি না হওয়ায় পর্যন্ত অসহায় পরিবারদের আমার পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা অব্যাহত থাকবে।
এদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লামকাইন গ্রামে করোনাভাইরাসের প্রভাবে এলাকায় কর্মহীন, দুস্থ, অসহায় ৩০০ পরিবারের মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে চাউল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, চিনি, ছোলাবুটসহ নিত্য প্রয়োজনীয় প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন লামকাইন গ্রামের মনিরুল আলম জুয়েল ও পাঁচবাগ ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাহাবুবুল আলম মাহাবুব।
বৃহস্পতিবার তাদের নিজ বাড়ি থেকে এসব প্যাকেট খাদ্য সামগ্রী শারীরিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে। এসময় তাদের পিতা মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন সহ পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।