Logo
×

Follow Us

বাংলাদেশ

লালমনিরহাটে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২০, ২০:২৯

 লালমনিরহাটে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ৮ জন ও হাতীবান্ধা উপজেলায় একজনসহ নতুন করে ৯ জন করোনা সনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান (কল্লোল) বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, গাজীপুর থেকে ফেরত আসা করোনা পজিটিভ (১৮) এর সংস্পর্শে আসা পরিবারের ৫ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

পরিবারের ৫ সদস্যের মধ্যে আছেন তার বোন (১৪), ভাই (১৬), স্ত্রী (১৮), দাদী (৬৫) এবং বাবা (৪৩) আক্রান্ত হয়েছেন। তাদের সবার বাড়ি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামের (শখের বাজার) এলাকায়।

তবে ওই বাড়ির প্রথম করোনা আক্রান্ত (১৮) ব্যক্তি ১৮ এপ্রিল রাত থেকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশেনে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি সুস্থ হওয়ার পথে।

এছাড়াও আক্রান্তের তালিকায় আছেন ওই রোগীর সংস্পর্শে আসা আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টাফ নার্স (৪৬), হাসপাতালের যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারি (৩০)। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছেন সম্প্রতি নারায়ণগঞ্জ ফেরত (২৬) বয়সী আরেকজন।
 
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মনসুর উদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্তদের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। বাকিদের চিকিৎসার ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নেবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫