Logo
×

Follow Us

বাংলাদেশ

ডিএমপির চার কর্মকর্তার পদায়ন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১০:২৮

ডিএমপির চার কর্মকর্তার পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে ররি ও সোমবার কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষরিত পৃথক আদেশে এই পদায়ন করা হয়। 

আদেশে বলা হয়, গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহজাহান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপকমিশনার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার মো. ইলিয়াস কবিরকে গোয়েন্দা রমনা বিভাগে ও সহকারী কমিশনার দেলোয়ার হোসেন খানকে ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫