
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের আয়োজনে গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে।
আজ রবিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে এই কর্মসূচি শুরু হয়।
যেখানে গণজমায়েত কর্মসূচির আয়োজন করা হয়, সেই স্থানটি শহীদ নূর হোসেন চত্বর থেকে ১০০ মিটারের মধ্যে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে এ আয়োজন করে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ।
দুপুর ১২ টার দিকে কয়েকশ লোককে গণজমায়েত কর্মসূচিতে দেখা গেছে। এই কর্মসূচিতে মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম উপস্থিত হয়েছেন।

কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করে গতকাল শনিবার। এর প্রতিবাদে আজ সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি চলছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণার পরপরই দলটির ওই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে গতকাল ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল-সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দেন তারা।