
নাটোর আধুনিক সদর হাসপাতালের আরো এক স্বাস্থ্য কর্মীর শরীরে করোনাভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছেন। তিনি হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) ব্রাদার হিসেবে কর্মরত ছিলেন।
এই প্রতিবেদন পাওয়ার পর অপারেশন থিয়েটারের দায়িত্ব পালনকারী এক জন ডাক্তার, তিনজন সিস্টার ও তিনজন সহকারিকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অপারেশন থিয়েটার বিভাগ লকডাউন করা হয়েছে।
এ নিয়ে নাটোর জেলায় মোট ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তবে আক্রান্তদের সকলেই সুস্থ রয়েছে দাবী তাদের।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ব্যক্তি পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি থানার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, গত ৩০ এপ্রিল ডিউটি শেষে পারিবারিক বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিয়ে সে তার গ্রামের বাড়িতে যায়। এখনো তিনি সেখানেই অবস্থান করছেন। তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এমন সংবাদ পাওয়ার পর তাকে জানানো হয়।
এছাড়াও যেহেতু সে অপারেশন থিয়েটারে কর্মরত ছিলেন সেজন্য অপারেশন থিয়েটার বিভাগ লকডাউন করা হয়েছে। এর বাহিরে ওটি বিভাগে দায়িত্বপালনকারি এক জন ডাক্তার, তিনজন সিস্টার ও তিনজন ওটি সহকারিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।