সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী বেনু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ২০:২৮

মোশারাত হাসান বেনু। ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী মো. মোশারাত হাসান বেনুকে (৫২) গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মো. সাকিব রায়হান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে মো. মোশারাত হাসান বেনুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেনু ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ডানহাত হিসেবে কাজ করত।