Logo
×

Follow Us

বাংলাদেশ

বদলে গেল দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম

Icon

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ২২:৫১

বদলে গেল দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ছবি: সংগৃহীত

বদলে গেল চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’–এর নাম। নতুন নাম দেওয়া হয়েছে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ বা এনএসইজেড।

সাবেক আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের নাম সম্প্রতি পরিবর্তন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শিল্পনগরটির নাম পরিবর্তন করা হলো, যেখান থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলো বাদ পড়েছে।

ছাত্র–জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের নাম পরিবর্তনের প্রস্তাব দেয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন করে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মহাপরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় ৩৩  হাজার একর ভূমির ওপর শিল্প নগরটি করা হচ্ছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নাম পরিবর্তন করে এখন এই নাম দেওয়া হয়েছে। অন্যগুলো যেখানে নাম পরিবর্তন করা হয়েছে, সেখানে জেলা বা জায়গার নামে করা হয়েছে। এটাকে 'জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' নাম দিয়েছি কারণ এটা অগ্রাধিকারের জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এটা তিন জেলা মিলে হয়েছে। তাই সব জেলার নাম দেওয়ারও সুযোগ ছিল না।

বেজা সূত্রে জানা গেছে, এ শিল্পনগরকে বাংলাদেশের প্রথম পরিকল্পিত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় শিল্পনগর হিসেবে গড়ে তোলা হচ্ছে। পুরোপুরি চালু হলে এখানে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫