Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনা উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২০, ১৩:৩৫

করোনা উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ নিয়ে রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার একজন পুলিশ কনস্টেবল মারা গেছেন। তার নাম এনামুল হক (৪৫)। 

শনিবার (৯ মে) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান তিনি। তার আগে থেকে হৃদরোগের সমস্যা ছিলো। 

এ তথ্য নিশ্চিত করে শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান  বলেন, করোনার উপসর্গ থাকায় এনামুলকে পৃথক রাখা হয়েছিলো। তবে তার সর্দি কাশি ছিলো অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেয়ার সময় তার বুকে ব্যথা ওঠে।

তিনি বলেন, এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কনস্টেবল এনামুলের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিলো। তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন কিনা তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে বলে জানান ওসি।

এ পর্যন্ত পুলিশের ছয় সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সহস্রাধিক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫