Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজবাড়ীতে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২০, ১৭:৪৯

রাজবাড়ীতে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও সর্দার কান্দি বাজারে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৯ মে) দুপুরের দিকে অভিযান চালিয়ে এই সব প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলার সহকারি পরিচারক শরীফুল ইসলাম বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিপর্যয়ের মধ্যে সদর উপজেলায় গোয়ালন্দ মোড় ও সর্দার কান্দি বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় হাজী স্টোরকে ৩ হাজার টাকা, গোলাপ স্টোরকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি দায়ে আল-মদিনা স্টোরকে ৫১ ধারায় ১ হাজার টাকা এবং নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রি করার দায়ে সর্দার কান্দি বাজারে মদিনা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও বাজারে রমজান মাস উপলক্ষে পণ্যের দাম না বাড়ানোর জন্য সকল দোকানিদের নির্দেশনা দেয়া হয়। প্রতি দোকানে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়েছে এবং ব্যবসায়ীদের শারীরিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্যও পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে জেলা প্রশাসন, সদর উপজেলা পুলিশ প্রশাসন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫