
খাবারের অপেক্ষায় অনাহারী মানুষ। ছবি: সাম্প্রতিক দেশকাল
গায়ে ময়লা ও ছেঁড়া জামা পরা অসহায়, ছিন্নমূল শতাধিক মানুষ বসে আছে জনকণ্ঠ ভবনের সামনে-ফ্লাইওভারের নিচে। এদের বিনা মূল্যে খাবার দিচ্ছে শাহবাজ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। এই অলাভজনক সংস্থাটি দেড় বছর ধরে এভাবেই খাবার বিতরণ করে যাচ্ছে।
শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন এখানে খাবার বিতরণ করে প্রতিষ্ঠানটি। দুপুর ১টার সময় খাবার দেওয়া হয়, মেন্যুতে বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার যেমন- মাছ, মাংস, ডিম ও সবজি এবং বিশেষ কিছু দিনে বিরিয়ানি দেওয়া হয়ে থাকে।
সাধারণত প্রতিদিন দুই থেকে আড়াইশ মানুষ খাবার খেয়ে থাকে। যেদিন খাবার মেন্যুতে মাংস থাকে সেদিন লোক সংখ্যা অনেক বেড়ে যায়।