লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় দুধ বিক্রেতা নিহত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২০, ১৬:২৪
জেলার কালীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোকছেদ আলী (৬০) নামে বাই-সাইকেল আরোহী এক দুধ বিক্রেতা নিহত হয়েছেন।
রবিবার (১০ মে) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি আরজু সাজ্জাদ হোসেন জানান, মোকছেদ হোসেন তার নিজ বাড়ি থেকে বাই সাইকেল যোগে গ্রামে গ্রামে গাভীর দুধ বিক্রি করছিলেন। কাজীরহাট এলাকায় একটি অটোরিকশা তার বাই সাইকেলেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
