
জেলার হাতীবান্ধা উপজেলায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষক অভিযুক্ত আলমগীর হোসেনকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৯ মে) ইফতারের পূর্বে উপজেলার কাউন্সিল পাড়া এলাকার পাশে ছাগল আনতে গেলে ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত আলমগীর হোসেন পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। আলমগীর উপজেলার কাউন্সিল পাড়া এলাকার কাশেম আলীর ছেলে। শিশুটি একটি স্কুলে ৪র্থ শ্রেণিতে পড়ে।
জানা গেছে, শনিবার ইফতারের আগে স্থানীয় শাহ গরীবুল্লাহ মাজার মাঠে ছাগল নিতে আসে শিশুটি। শিশুটিকে একা পেয়ে শাহ গরীবুল্লাহ বালিকা বিদ্যালয়ের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আলমগীর। শিশুটি বাড়ি গিয়ে বিষয়টি তার নানিকে জানালে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির নানি বলেন, ইফতারের আগে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে যায়। এ সময় তার পরনের সালোয়ারসহ পায়ে রক্ত দেখে জিজ্ঞাসা করলে শিশুটি সব খুলে বলে। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি উমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আলমগীর হোসেনকে ঘটনার পরেই গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।