Logo
×

Follow Us

বাংলাদেশ

স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী-ছেলে আটক

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২০, ১১:৩৬

স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী-ছেলে আটক

নিহতের স্ত্রী কাজলী বেগম ও ছেলে রবিন।

ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউপির বালিথা গ্রামে পারিবারিক কলহের জের ধরে মতিয়ার রহমান নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।

রবিবার (১০ মে) সকালে নিহতের স্ত্রী কাজলী বেগম ও মাদকাসক্ত ছেলে রবিনকে আটক করেছে পুলিশ।

নিহত মতিয়ার স্থানীয় একটি কারখানায় মালি পদে চাকরি করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালিথা গ্রামের নান্দু বেপারীর পালক ছেলে মতিয়ার রহমানের স্ত্রী কাজলী বেগম প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে পরকীয়া থাকায় বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে মতিয়ারের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো।

এরই মধ্যে নান্দু বেপারী পালক ছেলে মতিয়ারের নামে সাড়ে চার বিঘা জমি লিখে দেন। এতে মতিয়ারের  প্রতি স্ত্রী ও ছেলের ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশও বসে। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ফের কথা কাটাকাটির একপর্যায় কাজলী বেগম স্বামী মতিয়ারের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ভোর ৪টার দিকে মতিয়ার স্ট্রোক করে মারা গেছেন বলে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। প্রতিবেশীরা এসে মতিয়ারের গলায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ করেন। খবর পেয়ে পুলিশ এসে কাজলী বেগম ও ছেলে রবিনকে আটক করে।

ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা ও ছেলে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, লোমহর্ষক এ হত্যাকাণ্ডের বিস্তারিত সোমবার জানানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫