Logo
×

Follow Us

বাংলাদেশ

চাঁদপুরে বিটাকের উদ্ভাবন অগ্রগতি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৯

চাঁদপুরে বিটাকের উদ্ভাবন অগ্রগতি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

বিটাকের প্রস্তুতি ও ইনোভেশন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন শীর্ষক কর্মশালা। ছবি: সাম্প্রতিক দেশকাল

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের(বিটাক) প্রস্তুতি ও ইনোভেশন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১০ ডিসেম্বর) চাঁদপুরের আঞ্চলিক বিটাক কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মশালায় উদ্ভাবন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির ১২ জন সহকারী প্রকৌশলী ও কর্মকর্তাগণ।

সভায় ভার্চুয়ালি যুক্ত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটাকের মহাপরিচালক পরিমল সিংহ । 

এছাড়া, ওই কর্মশালায় আরও বক্তব্য রাখেন ড. মো. জালাল উদ্দিন, মো. আবু সাঈদ খান ও মো. ইকবাল হোসেন প্রমুখ।

কর্মশালা সঞ্চালনা করেন বিটাকের জনসংযোগ কর্মকর্তা এস এম রাসেল রাব্বী। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫