Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনা আক্রান্ত নন বিএসএমএমইউ উপাচার্য

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২০, ২২:৪৬

করোনা আক্রান্ত নন বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হননি। এর আগে দেশের একটি সংবাদমাধ্যমে কনক কান্তি বড়ুয়া ও তার পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত বলে খবর প্রকাশ হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এই খবর নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘আমার তো করোনাভাইরাসের নমুনাই পরীক্ষা করা হয়নি। পজিটিভ হলাম কী করে?’

সোমবার (১১ মে) রাতে ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে তিনি বলেন, গতকাল (১০ মে) আমি অফিস করেছি। মিডিয়াতে আমি ও আমার পরিবারের সদস্যরা আক্রান্ত, এমন ভুয়া খবর কীভাবে এলো?

স্বাস্থ্য অধিদফতরের সোমবারের (১১ মে) বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪ জন, যা দেশে করোনা হানা দেয়ার পর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এখন পর্যন্ত মারা গেছেন ২৩৯ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন ১১ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫