ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২৩

দুর্ঘটনাকবলিত একটি বাস। ছবি: সংগৃহীত
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসসহ ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।
আজ রবিবার (২২ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
আজ ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ফাড়ির উপ-পরিদর্শক সগির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সগির হোসেন বলেন, ‘আজ ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কিছু দূরে শ্রীনগর সিংপাড়া আন্ডারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যানবাহনগুলো ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল।
প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেননি সগির হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এদিকে, ঘন কুয়াশায় কারণে এক্সপ্রেসওয়েতে পরিবহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।