Logo
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুরে বোতাম কারখানায় আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৯

গাজীপুরে বোতাম কারখানায় আগুন

গাজীপুরে বোতাম কারখানায় আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটিতে একটি বোতাম তৈরির কারখানায় আগুন লেগেছে।

আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফেনাসেমিকন নামের বোতাম তৈরির কারখানায় এ আগুন লাগে। 

আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর, গাজীপুর মডার্ন ফায়ার স্টেশন ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন-চার্জ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

পরে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ১টি ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট যোগ দেয়।

স্থানীয়রা জানান, ওই কারখানার মধ্যে কেমিক্যাল রয়েছে। কিছুক্ষণ পরপর ব্যাপক শব্দে কেমিক্যাল ড্রামের বিস্ফোরণ হচ্ছে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫