
দি আর্ট অব রেজিস্ট্যান্স প্রদর্শনীর চিত্র। ছবি: সংগৃহীত
লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে এবং মানবাধিকার দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর ডেইলি স্টার সেন্টারে ‘দি আর্ট অব রেজিস্ট্যান্স’ শীর্ষক এক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
প্রদর্শনীতে বাংলাদেশি শিল্পীদের একটি বৈচিত্র্যময় গোষ্ঠীর কাজ রয়েছে, যারা তাদের সৃজনশীলতা ব্যবহার করে অন্যায়কে চ্যালেঞ্জ করে, সমতা প্রচার করে এবং সামাজিক পরিবর্তনকে অনুপ্রাণিত করে। উদ্দীপক পেইন্টিং থেকে প্রভাবশালী রাজনৈতিক কার্টুন, শিল্পকর্মগুলো জীবনের অধিকার, ন্যায়বিচার, স্বাধীনতা, নিরাপত্তা, কাজ, শিক্ষাসহ সমালোচনামূলক সমস্যাগুলোকে তুলে ধরেছে। প্রদর্শনীটি নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
প্রদর্শনীটি ২১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে।