Logo
×

Follow Us

বাংলাদেশ

খাগড়াছড়িতে চাল চুরি, সাবেক ইউপি সদস্য আটক

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২০, ১৫:১৬

খাগড়াছড়িতে চাল চুরি, সাবেক ইউপি সদস্য আটক

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি চাল ও গম চুরির অভিযোগ সাবেক ইউপি সদস্য রওশন আলী ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার কবাখালী  বাজারের অভিযান চালিয়ে চুরি হওয়া ১০ বস্তা চাল ও ১০ বস্তা গম উদ্ধার করা হয়। আটকৃত রওশন আলী ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ, কবাখালি গুচ্চগ্রামে রেশন বিতরণ করার জন্য   এক হাজার বস্তা চাল ও গম মজুদ করা হয়। এসব মজুদকৃত খাদ্যশস্য থেকে ১০ বস্তা চাল ও ১০ বস্তা গম চুরি করে সাবেক ইউপি সদস্য রওশন আলী। গোপনে খরব পেয়ে চুরিকৃত ৩০০ কেজি চাল ও ৫শ কেজি গম উদ্ধার করা হয়। সরকারি খাদ্যসহ চুরির অপরাধে রওশন আলীকে আটক করা হয়।

এই ঘটনায় দীঘিনালা থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫