Logo
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২০, ১৯:২১

গোপালগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এটিএন বাংলা-এটিএন নিউজের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বেলা ১১ টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু সড়কে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিকরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরে জেলা প্রতিনিধি এসএম হুমায়ূন কবীর, দৈনিক বর্তমান গোপালগঞ্জের সম্পাদকও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি শেখ মোস্তফা জামান, জেলা রিপোর্টস ক্লাবের সভাপতি আরিফুল হক আরিফ, দৈনিক যুগান্তরের কাশিয়ানী প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন প্রমুখ।

১০ দিন অতিবাহিত হলেও কোন আসামী গ্রেফতার না হওয়ায়  সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা।

গত ৩ মে সন্ধ্যায় সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জেলার মুকসুদপুর উপজেলার বানিয়ারচর বৌবাজার এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫