
নাটোরের নলডাঙ্গায় শীর্ষ দুই মাদক ব্যবসায়ী তহুরা বেগম ও শাহিন আলম টিয়াকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযানে উপজেলার মাধনগর এলাকা থেকে তাদের দুই জনকে হেরোইন ও গাঁজাসহ আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব-আল-রাব্বির সামনে হাজির করলে শুনানি শেষে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডপাপ্ত শাহিন আলম টিয়া (৩৭) উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের সলিমুদ্দিন রাজাকারের ছেলে ও নারী মাদক কারবারি তহুরা বেগম ওই গ্রামের মৃত তসলিম উদ্দিনের স্ত্রী।
নলডাঙ্গা থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদে উপজেলার মাধনগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় নারী মাদক কারবারি তহুরা বেগমের কাছ থেকে এক গ্রাম হেরোইন ও শাহিন আলম টিয়ার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।
পরে তাদের দুই জন কে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব-আল-রাব্বির কাছ হাজির করলে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা
করা হয়। অনাদায়ে আরো ৭ দিনের জেল দেয়ার আদেশ দেন।