চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:১৫

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ছবি: সংগৃহীত
আগামী ১ বছরের জন্য চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের জন্য ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৫০৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
শ্রমিক ও কর্মচারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার নিয়ে কাজ করবে এই কমিটি।
এর আগে, গত ২২ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান মিলনায়তনে শ্রমিকদের অধিকার ও কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।
ফেরদৌস আলমের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
সভায় সবার সম্মতিতে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের জন্য আবুল বশরকে আহ্বায়ক ও মো. বজলুর রহমানকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করেন শ্রমিক সংগঠক আরিফুল ইসলাম আদীব।