Logo
×

Follow Us

বাংলাদেশ

‘নৌ পথে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়া হবে’

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮

‘নৌ পথে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়া হবে’

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: ভোলা প্রতিনিধি

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে যার যা ইচ্ছে তাই করেছিল; কিন্তু ভবিষ্যতে যাতে আর এ ধরনের পরিস্থিতি তৈরি না হয়- সে জন্য এখন থেকে কাজ করতে হবে।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ভোলার দৌলতখানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনে এসে  তিনি এ সব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, দক্ষিণাঞ্চলের নৌ পথ সচল ও নিরাপদ রাখতে ড্রেজিং কার্যক্রম গ্রহণ এবং ভোলা-মনপুরাসহ সুবিধাজনক পয়েন্টে ফেরি সার্ভিস চালুর করা হবে। এছাড়া লঞ্চঘাটগুলোর চাঁদাবাজি  বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে।

ভোলায় বিশ্ব ব্যাংকের সহায়তায় ৫টি আধুনিক জেটি এবং লঞ্চঘাট নির্মাণ করা হবে বলেও জানান নৌ পরিবহন  উপদেষ্টা।

এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫