কর্মী ভিসায় সৌদি আরবে যেতে লাগবে না মেনিনজাইটিস টিকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত
সৌদি আরবে কর্মী ভিসায় যেতে চাওয়া যাত্রীর জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।
তিনি বলেন, সৌদি আরবে যেতে কর্মীদের মেনিনজাইটিস টিকা নিতে হবে না, শুধু ওমরাহ ও ভ্রমণ ভিসায় যারা যাবেন তাদের ভ্রমণের ১০ দিন আগে এই টিকা নিতে হবে। এছাড়া যারা সৌদি আরব ভিজিটে যাবেন তাদের জন্য এই টিকা বাধ্যতামূলক।
এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রায় ৩০০ সৌদিগামী যাত্রী। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। এক ঘণ্টা পর প্রবাসীরা সড়ক থেকে সরে যান।
উল্লেখ্য, ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে ‘বাধ্যতামূলক’ করে দেওয়া মেনিনজাইটিসের টিকার বিষয়ে গতকাল সোমবার (২০ জানুয়ারি) নির্দেশনা দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এতে বলা হয়, যাত্রার অন্তত ১০ দিন আগে এ টিকা নিতে বলা হয়েছে। তবে এক বছরের কম বয়সীদের ক্ষেত্রে এ টিকা লাগবে না। আর যারা গত তিন বছরের মধ্যে এটি নিয়েছেন তারাও এর বাধ্যবাধকতার বাইরে থাকবেন।
প্রসঙ্গত, মেনিনজাইটিস এক ধরনের সংক্রামক রোগ। মানুষের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের চারদিকে যে সূক্ষ্ম টিস্যুস্তরের আবরণ রয়েছে, তাকে মেনিনজেস বলে। এ টিস্যু স্তরের আবরণে সংক্রমণের ফলে যে প্রদাহ হয়, তাকে বলে মেনিনজাইটিস। সাধারণত অণুজীবের সংক্রমণে এমনটি হয়।
মেনিনজাইটিস নানা রকমের হয়, যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, নিসেরিয়া মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস ইত্যাদি। হাঁচি, কাশি ও অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে এ রোগ ছড়াতে পারে।